ক্ষেতলালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৩ পিএম
ক্ষেতলালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।

ওই দিন সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সাধারণ প্রধান শিক্ষক সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ৩০টি স্টলে গৃহপালিত জীববৈচিত্র্য, খাদ্য, রোগ প্রতিরোধ, প্রাকৃতিক বেষ্টনী, আধুনিক খামারি প্রযুক্তি ও চিকিৎসা সম্পর্কিত নানা প্রদর্শনী স্থান পায়। স্থানীয় খামারিদের উন্নত পদ্ধতিতে দুধ, মাংস ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজ্জাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন শাহ, উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুর রহমান ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম। দিনব্যাপী প্রদর্শনীতে খামারিদের তৈরি প্রাণিসম্পদ পণ্য, উদ্ভাবনী প্রযুক্তি ও খামারি ব্যবস্থাপনা কার্যক্রম মূল্যায়ন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে