পিরোজপুরের কাউখালীতে বার্ষিক নবান্ন উৎসব ও সফল কৃষক সম্মাননা পুরস্কার বিতরণ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। কাউখালীর বেকুটিয়া সর্বজনীন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া আশ্রম এর উদ্যোগে হেমন্তের কালের বাড়ি-বাড়ি কৃষিকাজে উৎসাহিত করার জন্য এলাকার সফল কৃষকদের সম্মাননা প্রদান, নবান্নের হাড়ী স্থাপন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। ২০২৫ সালের সফল কৃষক সম্মাননা পুরস্কার পেয়েছেন কৃষক মোঃ বাদশা ফকির, কৃষক শ্রী অনুপ মন্ডল, কৃষক শ্রী মিহির রঞ্জন হাজরা।
এ সময় কৃষকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, বেকুটিয়া মতুয়া আশ্রমের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক কিরণ চন্দ্র হালদার, যুগ্ন আহবায়ক বিনয় কৃষ্ণ দাস, ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাফিজুল হক ইউলেট, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন। এই সময় এলাকার কয়েক শতাধিক কৃষক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় নতুন ধানের নবান্ন খাবার বিতরণ করা হয়।