রামগতিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার আভিযোগ

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৪১ পিএম
রামগতিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার আভিযোগ

লক্ষ্ণীপুরের রামগতিতে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজনকে অভিযুক্ত করে কোস্টগার্ড কর্তৃক চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের অভিযোগ করেছেন বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা বিএনপির কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্তুজা আল আমিন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শাহ মো. শিব্বিরসহ বিএনপি ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন সম্প্রতি সামাজিক রযাগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে আওয়ামী লীগের দোশরদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের কথা অত্যন্ত সাহসিকতার সাথে প্রকাশ করেন। এছাড়া আওয়ামী লীগের ক্ষমতার আমলে এলাকার সাধারণ মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছেন এমন কিছু চোর-ডাকাতের বিভিন্ন অপরাধের তথ্য ফেইসবুক লাইভে তুলে ধরেন। এসব সত্য কথা বলার অপরাধে আওয়ামী দোশররা ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে। তারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে মিথ্যা অভিযোগ সাজিয়ে ছাত্রদল নেতাসহ তিনজনকে প্রশাসনের হাতে ধরিয়ে দেয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, কোস্টগার্ডের গোয়েন্দা সংস্থার ফিল্ড স্টাফ(এফএস) মো. সোহান ছাত্রলীগের কর্মী ছিলেন। সোহান স্থানীয় কিছু ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগাযোগ রেখে অর্থের বিনিময়ে তার টিমসহ এক অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ তাদের আটক করে। তাদের আটকের পর কোস্টগার্ড রামগতি স্টেশন ক্যাম্পে নিয়ে শারিরীক নির্যাতন করে এবং পায়ের নক তুলে নেওয়ার চেষ্টা করে।

উল্লেখ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাটে বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে কোস্টগার্ড। আটককৃতরা হচ্ছে, উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়ন, তার সহযোগী মো. ইকবাল ও মো. আহাদ। তাদের সবার বাড়ি আলেকজান্ডার ইউনিয়নে। আটকদের বিরুদ্ধে কোস্টগার্ডের রামগতি স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে।

কিছু সংখ্যক লোকের ইন্ধনে ও টাকার বিনিময়ে ছাত্রদল নেতাসহ তিন জনকে আটকের অভিযোগ সংবাদ সম্মেলনে দাবি করার বিষয়টি কোস্টগার্ডের নিকট জানতে চাইলে রামগতি স্টেশন কমান্ডার আব্দুস শহীদ বলেন নয়ন ও তার সঙ্গীদের চাঁদা তোলার বিষয়টি কয়েক দিন ধরে গোপন তথ্যে ভিত্তিতে পর্যবেক্ষণ করা হচ্ছিল। নির্ভুল তথ্যের ভিত্তিতে ঘটনার দিন কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয় এবং টাকা আদায়ের একটি রশিদ উদ্ধার করা হয়। ছাত্রদলের সংবাদ সম্মেলনে করা অভিযোগ সত্য নয়।

আপনার জেলার সংবাদ পড়তে