সুজানগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ পিএম
সুজানগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

দেশের প্রাণিসম্পদ উন্নয়নের ক্রমাগত সাফল্যকে তুলে ধরতে বুধবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শনসহ এ সংক্রান্ত প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করা হয়। সকাল ১১টায় খামারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বের হওয়া ওই র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ওই দপ্তর চত্বরে গিয়ে এসে শেষ হয়। পরে একই স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম আলী বিশ্বাস, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা জামায়াত নেতা মোঃ ওয়ালিউল্লাহ বিশ্বাস, এনসিপি নেতা মোঃ সোহেল রানা মানিক ও খামারী মোঃ শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নূরনবী হোসেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করাসহ ২৬টি স্টলে প্রদর্শিত গরু, ছাগল, ভেড়া এবং পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণি ও এ সংকান্ত প্রযুক্তি ঘুরে দেখেন। এ বছর বিভিন্ন প্রাণি প্রদর্শনীর মধ্যে প্রায় ২৮মণ ওজনের একটি বিশাল আকৃতির গরু দর্শকদের নজরকাড়ে। 

আপনার জেলার সংবাদ পড়তে