বাউলদের ওপর হামলাকে ‘ন্যাক্কারজনক কাণ্ড’ বললেন মির্জা ফখরুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ পিএম
বাউলদের ওপর হামলাকে ‘ন্যাক্কারজনক কাণ্ড’ বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড বলে উল্লেখ করেছেন।

তার ভাষায়, “আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার বিকেলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রামবাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যারা মাঠে-ঘাটে, প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলাকে তিনি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আখ্যা দেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে কি-না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষড়যন্ত্রের আশঙ্কা নাকচ করে দেন। তিনি মনে করেন, এটি আমাদের দুর্ভাগ্যক্রমে ঘটছে। এর প্রধান কারণ হিসেবে তিনি কাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।”

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে