নওগাঁয় সরকারি কর্মকর্তাদের নিয়ে বিএসডিও-গেটকা প্রকল্পের লবিং সভা

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
নওগাঁয় সরকারি কর্মকর্তাদের নিয়ে বিএসডিও-গেটকা প্রকল্পের লবিং সভা

নওগাঁয় ২৬ অক্টোবর বুধবার দুপুর ১২টায় আরএনবি-এনএস কনফারেন্স হলে সরকারি কর্মকর্তা ও জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্যদের নিয়ে লবিং সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও), ওয়েভ ফাউন্ডেশন ও জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম (সিএএফ) বাস্তবায়নাধীন গেটকা প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সিএএফ সদস্যসহ ১০জন অংশগ্রহণ করেন। 

বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর মানুয়েল টুডুর সঞ্চালনায় ও জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপার্সন মো. ফজলুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত লবিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আকতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, পরিবেশবিদ এসএম সামসুল আলম, মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। সভায় গেটকা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। সভায় অতিথিবৃন্দ তাদের বক্ততায় খরাকে গুরুত্বপুর্ণ দুর্যোগ হিসাবে বিবেচনা করার উপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই কার্যক্রম গ্রহণের উপর জোরদেন। 

উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দুতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে ও ওয়েভ ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০মাস মেয়াদী জেন্ডার ইক্যুয়ালিটি ট্র্ান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে। 

আপনার জেলার সংবাদ পড়তে