“আমিষেই শক্তি-আমিষেই মুক্তি”-এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার (২৬ নভেম্বর দিনাজপুর সদর উপজেলা চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলার মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের (এমবিএসকে) আয়োজনে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র অর্থায়নে কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের আওতায় মেলায় দেয়া স্টল পরিদর্শন করেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
স্টল পরিদর্শনকালে কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের ডা. মো. রাশেদুল আলম জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে জানান, আমরা ঘাস কাঁটার অত্যাধুনিক মেশিন, পশু খাদ্য সাইলেজ, ইউএমএস, ভূমি কম্পোজ, কৃত্রিম হেচারী, স্পিং কলার, দুগ্ধজাতপণ্য সাধারন জনগণকে উদ্যোক্তা হিসেবে সচেতন করার জন্য এই মেলায় স্টল দিয়েছি।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. শাহিনা বেগম, এমবিএসকে’র ফোকাল পার্সন আব্দুল হামিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এমবিএসকে’র প্রাণিসম্পদ ও কৃষির অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা সবাই প্রাণিসম্পদকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। যাতে নতুন প্রজন্মরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।