দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে আমিষের চাহিদা পুরণ করে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক স্বচ্ছলতায় প্রাণিসম্পদের যথেষ্ট অবদান রয়েছে।
“দেশীও জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি”- এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দিনাজপুরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ বুধবার (২৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলা চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রর্দশনী-২০২৫ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. শাহিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইরী এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি তুহিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন এর উপপরিচালক ড. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারী সার্জন ডা. আশিকা আকবর তৃষা, জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা. মো. রাসেল। উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় ৩০টি স্টল পরিদর্শন করেন।