‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২৬ নভেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিক প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এর আগে সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরের বের করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. সজিব হাওলাদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল।
পরে আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য শেষে প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে দুধ, ডিম, মাংস, পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
সরকারি দপ্তরের কর্মকর্তা, খামারি, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল উপজেলা পরিষদ চত্বরের প্রাণিসম্পদ প্রদর্শনী চত্বর।