মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে বাবা মো. জামাল সরকারকে কুপিয়ে হত্যা চেষ্টার এক বছর পর এবার তার ছেলে মো. জহিরুল ইসলাম জয়কে (২৭) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বোন ও পরিবার সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বছর আগে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বেকু হাসান গ্রুপের সদস্য মাসুদ, বাবু, রাফি, নানু, জসিমসহ কয়েকজন সন্ত্রাসী জামাল সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। সেই মামলায় জেল খেটে জামিনে এসে আজ সুযোগ পেয়ে তার ভাই জহিরুল ইসলাম জয়কে একা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফেলে রেখে যায়।পরে এলাকাবাসী গুরুতর আহত জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলছে।