ভালুকায় উপজেলার খাদ্য অধিদপ্তর সরকারী ভাবে অভন্ত্যরী আমন ধান ও চাল ক্রয়ের কর্যক্রম শুরু করেছে। আগে আসলে আগে পাবেন নীতিতে সরাসরী কৃষকের নিকট থেকে ৩৪ টাকা কেজি ধান ও ৫০ টাকা কেজি দরে চাল ক্রয় করছে খাদ্য অধিদপ্তর। ধান ক্রয় চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। চলতি মৌসমে ৫০ হাজার টন ধান ও চাল ক্রয় করা হবে। খাদ্য অধিদপ্তর চাল ক্রয়ের জন্য টেন্ডার দেয়া হলে উপজেলার দুইটি রাইস মিল সাথে চুক্তি বদ্ধ হয়ে চাল ক্রয় শুরু করেছে।
২৭ নভেম্বর বৃহস্প্রতিবার সকালে ভালুকা খাদ্যঅধিদপ্তরের খাদ্যগুদামে চাল ক্রয়ের শুভ উদ্ধোধন করেন সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা হাসান আলী,পালোয়ান রফিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা নুসরাত জামান,তোফাজ্জল হোসেন সহ স্থানীয় নের্তৃবৃন্দ।