খানসামা উপজেলা পরিষদ পুকুরের ঘাটলা ও ওয়াকওয়ে সংস্কারের উদ্বোধন

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম
খানসামা উপজেলা পরিষদ পুকুরের ঘাটলা ও ওয়াকওয়ে সংস্কারের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ পুকুরের ঘাটলা ও ওয়াকওয়ে সংস্কারের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকালে উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক পুকুর পাড় ও ওয়াকওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং সম্পন্ন হওয়া সংস্কার কাজের প্রশংসা করেন। তিনি বলেন,এই ধরনের উন্নয়ন শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং জনগণের হাঁটা-চলা, বিশ্রাম ও বিনোদনের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার। তিনি বলেন, উপজেলা পরিষদ এলাকায় জনবান্ধব উন্নয়ন কাজ অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে নতুন প্রকল্পও নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা সহ সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঘাটলা ও ওয়াকওয়ে সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম পুকুর পাড়ে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে