কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সরু রাস্তা সংস্কার ও সুরক্ষা রেলিং স্থাপনে দাবী

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪৯ পিএম
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সরু রাস্তা সংস্কার ও সুরক্ষা রেলিং স্থাপনে দাবী

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নতুন সাব রেজিস্ট্রি অফিসের কোল ঘেঁষে, খুলনা-কুষ্টিয়া মহাসড়ক এবং ভূষণ রোডের অফদা খাল পাড়ের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে। এলাকার অন্যতম ব্যস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু পথচারী, শিক্ষার্থী এবং যানবাহন চলাচল করলেও রাস্তার প্রস্থ এতটাই কম যে একসঙ্গে দুটি ছোট বাহনও চলাচল করতে পারে না।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন চাকার রিকশা বা ভ্যান চললে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে পাশ কাটানোর মতো কোনও জায়গাই থাকে না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া রাস্তার এক পাশ খোলা খালের দিকে হওয়ায় অন্ধকারে বা অসাবধানতায় মানুষ খালে পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় থেকেই যায়।

খালঘেঁষা বিপজ্জনক এই সরু পথ দিয়ে প্রতিদিনই শঙ্কা নিয়ে চলাচল করছেন পথচারী ও স্থানীয়রা। তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কার ও সম্প্রসারণের দাবি জানানো হলেও এ বিষয়ে এখনো কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকার স্থানীয় ব্যবসায়ী অচিন্ত্যকুমার  বলেন, এই রাস্তাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তা এত সরু যে দুইটা বাহন একসাথে চলতে পারে না। অনেক সময় বাচ্চা-কাচ্চা খালের দিকে পড়ে যাওয়ার ভয়ে আমরা আতঙ্কে থাকি।

আরেক পথচারী রুবিনা খাতুন বলেন, খালের দিকে কোনো সুরক্ষা রেলিং নেই। রাতে চলাচল করতে খুব ভয় লাগে। তাই দ্রুত রেলিং ও রাস্তা চওড়া করার ব্যবস্থা দরকার।

স্থানীয়দের দাবি, রাস্তার জরুরি ভিত্তিতে সংস্কার, যতটুকু সম্ভব রাস্তা সম্প্রসারণ, খালের পাশ দিয়ে সুরক্ষা রেলিং স্থাপন এবং প্রয়োজনীয় লাইটিং ব্যবস্থা করতে হবে।

স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দ্রুত সংস্কার ও নিরাপদ করা হলে জনদুর্ভোগ দূর হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে।

সড়কটি সংস্কার, সম্প্রসারণ ও সড়কের এক পাশে সুরক্ষা রেলিং স্থাপনের বিষয়ে জানতে চাইলে, পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, খাল ধারের রাস্তাটি অত্যন্ত চিকন হাওয়ায় সাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ।  রাস্তাটির সংস্কার করা এবং সুরক্ষা রেলিং দেওয়া অতীব জরুরী। আপনারা পৌরসভা বরাবর একটি আবেদন করেন আমি দ্রুত  ব্যবস্থা নিয়ার চেষ্টা করবো। 

আপনার জেলার সংবাদ পড়তে