আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া। তিনি গৌরনদী ও আগৈলঝাড়া নির্বাচনী এলাকা থেকে দলীর প্রতীক ট্রাক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা কমিটির সভাপতি সোলায়মান তুহিন বলেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মিয়া একজন তরুণ ও গতিশীল নেতা। নির্বাচনী এলাকার দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নের স্থবিরতা কাটিয়ে বরিশাল-১ আসনকে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে ট্রাক প্রতীক নিয়ে এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
সোলায়মান তুহিন আরও বলেন-আমরা আজ অত্যন্ত আনন্দিত। মো. ইলিয়াস মিয়ার মতো একজন যোগ্য, সৎ ও তরুণ নেতাকে পেয়েছি। তিনি এই জনপদের প্রকৃত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। আমি সর্বস্তরের ভোটারদের কাছে পরিবর্তন ও উন্নয়নের প্রতীক ট্রাক মার্কাকে বিজয়ী করার জোর আবেদন করছি।