সুখবর পেলেন বরিশালের ২ বিএনপি নেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ পিএম
সুখবর পেলেন বরিশালের ২ বিএনপি নেতা

বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় সু-খবর পেলেন বরিশালের গৌরনদী পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সদস্য সচিব।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুইটি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গৌরনদী পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ ও সাবেক সদস্য সচিব মো. ফরিদ মিয়ার বরাবরে দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল।

আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে