জাতীয় ভূমি সংগ্রাম দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষানী সভা, বাংলাদেশ আদিবাসী সমিতি এবং বাংলাদেশ ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শ্রমজীবী মানুষের ন্যায্য ভূমি অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।সভায় আরও বক্তব্য রাখেন, এএএম ফয়েজ হোসেন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, অমলী কিসকু, সভাপতি, বাংলাদেশ আদিবাসী সমিতি, লাভলী ইয়াসমিন, সভাপতি, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ডাঃ সামছুল আলম, সহ-সভাপতি, বাংলাদেশ ভূমিহীন সমিতি,মরিয়ম আক্তার শিউলি,সাধারণ সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন,জাহানারা বেগম,সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়ন, রেহানা বেগম, সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন। বক্তারা বলেন, জাতীয় ভূমি সংগ্রাম দিবস দেশের ভূমিহীন মানুষের শতবর্ষের সংগ্রামের প্রতীক। তারা খাসজমি প্রকৃত ভূমিহীনদের নিকট বিতরণ, জমি দখল ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নারী কৃষক ও আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতকরণ এবং ভূমি সংস্কার নীতি যুগোপযোগী করার ওপর জোর দেন। বক্তারা আরও বলেন, ন্যায়সঙ্গত ভূমি বণ্টন ছাড়া খাদ্য নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। সভায় উপস্থাপিত প্রধান দাবিসমূহ: খাসজমি প্রকৃত ভূমিহীনদের কাছে স্বচ্ছভাবে বণ্টন, ভূমি দখল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নারী কৃষক ও আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতকরণ, জলবায়ু ঝুঁকিপ্রবণ অঞ্চলের ভূমিহীনদের পুনর্বাসন, আধুনিক ও ন্যায়ভিত্তিক ভূমি সংস্কার নীতি বাস্তবায়ন। সভা শেষে শহীদ ভূমি সংগ্রামীদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং চার সংগঠন পক্ষ হতে জানা্নো হয় যে, তারা ভবিষ্যতে যৌথ আন্দোলন আরও শক্তিশালী করবে।