ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নওগাঁর ধামইরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত গুনগত শিক্ষায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান। সহকারি শিক্ষক মাহমুদা আকতার মিস্টি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন, সহকারি শিক্ষক ফারুক হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন ব্রাইট, রাজিয়া সুলতানা, তানজিলা আকতার, অর্পনাসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ৪১ জন পরীক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে