সৈয়দপুরে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম
সৈয়দপুরে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে ২৬ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ জুয়েল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে নীলফামারী মাদকদ্রব্য কার্যালয়ের অভিযানিক টিম। ২৭ নভেম্বর শহরের বাসটার্মিনাল নিয়ামতপুর সুমনা পাম্পের উত্তর পার্শ্বে সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেট,২৬ কেজি ৫চ গ্রাম গাঁজা,বাসের যাত্রী টিকেট একটি, দুইটি টোকেন জব্দ করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ীর।মোঃ ইসমাইল হোসেনের পুত্র। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী খ-সার্কেলের একটি আভিযানিক টিম উপপরিদর্শক সাকিব সরকার এর নেতৃত্বে অভিযান চালায় পাকা রাস্তার উপর স্টার ট্রাভেলস নামীয় মাওনা  টু পঞ্চগড় অভিমুখী যাত্রীবাহী বাসে। যার নং ( ঢাকা মেট্টো -ব- ১২-১৩০৯)। এ সময় তল্লাশী করে  বাসের   সীটের যাত্রী মোঃ জুয়েল মিয়া ( ৩৮) এর দেখানো মতে বাসটির লকারে টোকেনযুক্ত একটি অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে কাগজের কার্টুন দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর প্যাচানো অবস্থায় ৬ টি প্যাকেটে গাঁজা ১৯.৮০০ কেজি।  কাগজের কার্টুনের মধ্যে পলিথিনের ভিতর প্যাচানো অবস্থায় ৩ টি প্যাকেটে গাঁজা ছয় কেজি সাতশো গ্রাম । মোট সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী খ-সার্কেলের উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে