বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:৪০ পিএম
বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে ‘কৃষক সমাবেশ-২০২৫’। “কৃষক শ্রমিকের জনতা, গড়ে তুলো একতা” স্লোগানে আয়োজিত এ সমাবেশে কৃষকের অধিকার, ন্যায্যমূল্য, শ্রমিকের নিরাপত্তা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের মাঝে সংগঠনের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাকে স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সমাবেশের প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খাইরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষিজীবী কৃষক-মালিক ইউনিয়ন, রাজশাহীর সাধারণ সম্পাদক শফিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন, সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আইনুল হক, কোষাধ্যক্ষ মাহবুব আলম, সংগঠনের উপদেষ্টা সিরাজ উদ্দিন প্রমুখ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাগমারা উপজেলার সভাপতি শাহিন আলম। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ কৃষিজীবী ইউনিয়ন, বাগমারা উপজেলার সভাপতি জনাব মোঃ আবু তালেব। সমাবেশে জামায়াতে ইসলামীর কর্মী সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যবৃন্দ। উক্ত সমাবেশের আয়োজক করে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বাগমারা উপজেলা শাখা।
আপনার জেলার সংবাদ পড়তে