রাজধানীর বেশ কয়েকটি বাজারে শীতের সবজির উপস্থিত লক্ষ্যে করা গেছে। তবে সে অনুযায় কমেনি দাম। এজন্য ক্রেতাদের মাঝে ক্রোভ বিরাজ করছে। অনেকেই বলছেন গতবারের তুলনায় এবার সবজি বাজারে বেশি থাকলেও দামের বেলায় ছড়াও।
কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুতে সাধারণত ৩০-৪০ টাকার মধ্যে থাকে। শিম ও বেগুনের কেজি-দর ১০০-১২০ টাকা, মুলা মিলছে ৫০-৬০ টাকায়-দুটি বাজারেই দামের ব্যবধান খুব একটা নেই। টমেটো ১২০-১৪০ টাকায়, করলা-বরবটি-কাঁচা মরিচ ১০০-১২০ টাকায়, ঢ্যাঁড়স ৬০-৮০ টাকায় এবং পটোল ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর বাজারে দুটো বাস্তবতা পাশাপাশি দাঁড়িয়ে আছে। পুরোনো আলু মিলছে ২৫-৩০ টাকা কেজিতে, কিন্তু আগাম নতুন আলুর কেজি-দর ১৪০-১৬০ টাকায় ঠেকেছে। পরিমাণ কম হওয়ায় দামও বেশি-ক্রেতারা বলছেন, শীতের শুরুর নতুন আলু এখনো অনেকটাই ‘দুর্লভ’।
এদিকে পেঁয়াজের বাজার এক মাস ধরে একই দামে স্থির-প্রতি কেজি ১০০-১২০ টাকা। অনেক ব্যবসায়ী আমদানির অনুমতি চাইছেন, তবে কৃষকের স্বার্থে আপাতত আমদানি বন্ধ রাখার সরকারি অবস্থান বজায় রয়েছে। ফলে দাম কমার সম্ভাবনাও নেই বলেই মনে হচ্ছে ক্রেতাদের।
তবে সবজি-পেঁয়াজের চাপের মধ্যে মাছ-মুরগি-ডিমের বাজার তুলনামূলকভাবে শান্ত রয়েছে। ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায়, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায় এবং ডিম ডজনপ্রতি ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম হলেও দাম এখনো স্থির রয়েছে।