পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবনির্বাচিত কাউখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, সদস্য সচিব হাফেজ মাওলানা বনি আমিন, মাওলানা আবু বক্কর সহ নেতৃবৃন্দ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইবাদত হোসেন।