সেনবাগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনবাগের গর্বিত কৃতি সন্তান সদ্য পদোন্নতি প্রাপ্ত বাংলাদেশ পুলিশের ডিআইজি আবদুল মাবুদ দুলাল। শুক্রবার সকালে সেনবাগ আমানিয়া বেকারীতে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয় কালে সদ্য পদোউন্নতি পাওয়া ডিআইজি আবদুল মাবুদ দুলাল বলেন, তিনি ২০তম বিসিএস পার করে মেধা কোটায় তিনি পুলিশ বাহিনীতে যোগদান কারেন।
তিনি আরো বলেন বিগত দীর্ঘ দিন ১৮ বছর বছর যাবত তাকে একই পদে এডিশনার এসপি করে রাখা হয়েছিলো ৫ আগষ্টের আগে। যেখানে তাঁর ব্যাচমেটরা ডিআইজি ছিলো। তিনি সারদা পুুলিশ একাডেমিতে দীর্ঘ ৯বছর এডিশনাল এসপির পদে কর্মরত ছিলেন, সেখানে আমার ব্যাচ মেটরা ডিআইজি ছিলো। তাদে দেড় যোগের বেশী সময় ধরে পদোউন্নতি বঞ্চিত করে রাখা হয়েছিলো।
তিনি বলেন, আলহাদুলিল্লাহ সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন,যাকে ইচ্ছা ইজ্জত কেড়ে নেন। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সম্মানিত করেছে এডিশনাল ডিআইজি, সেখান থেকে ডিআইডি পদে পদোউন্নতি হয়েছে । তিনি দলমতের উধের্ব ওঠে দেশের কল্যানে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা বলেন এটা আমার সম্মান নয়, এটা নোয়াখালীর বাসী সম্মান তথা সেনবাগের সম্মান। আবদুল মাবুদ দুলাল সেনবাগ উপজেলা ৪নং কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।
এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিষার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) হযরত আলী মিলন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রেসক্লাবের সহসভাপতি নুর হোসাইন সুমন,যুগ্ম সম্পাদ জাহাঙ্হীর পাটোয়ারী ,নির্বাহী সদস্য খোরশেদ আলম, সেনবাগ প্রেসক্লাবের কোষাধক্ষ্য বশির আহমদ, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,ঊপজেলা প্রেসক্লাবের সভাপতি গিাস উদ্দিন স্বপন,সভাপতি আবু নাছের, রিপোর্টাস ক্লাবের সভাপতি ফখর ঊদ্দিন মোবারক শাহ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।