ইন্দুরকানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ওসির আহ্বান

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:০৬ পিএম
ইন্দুরকানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ওসির আহ্বান

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবিরের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বালিপাড়া ইউনিয়নের দারুল উলুম বাড়িপাড়া কওমি মাদ্রাসার জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।

সভায় ওসি আহসান কবির বলেন, “উপজেলার প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে, তবে জনসম্পৃক্ততা ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়।” এসময় তিনি জরুরি যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশি যোগাযোগ নম্বর মুসল্লিদের হাতে তুলে দেন।

উপস্থিত মুসল্লিগণ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইন্দুরকানীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনূস আকনসহ স্থানীয় মুসল্লিগণ।

আপনার জেলার সংবাদ পড়তে