পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ পিএম
পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

বিএনপির মনোনয়ন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে তীব্র বিভক্তি তৈরি হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ,সমাবেশ,মশাল মিছিল অব্যাহত রয়েছে। এই আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির দুই নেতা সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতা-কর্মী ও সমর্থকরা স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। 

স্থানীয়রা বলছেন,দলীয় কোন্দল মেটাতে না পারলে নির্বাচনে বিপর্যয়ের সম্মুখিন হতে পারেন বিএনপি মনোনতি প্রার্থী। কারণ এ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির একটি বড় অংশ  ছাড়াও সাধারণ ভোটারদের সমর্থন রয়েছে তাঁর প্রতি।  

বিএনপির প্রার্থী পরবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে চাটমোহর পৌর সদরে। স্থানীয় বাসস্ট্যান্ড হতে মশাল মিছিল বের হয়ে বালুচর খেলার মাঠে এসে শেষ হয়। মশাল মিছিল চলাকালে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের বেশ কিছু বিলবোর্ড ভাঙ্চুর করে বিক্ষুব্ধ জনতা। “বহিরাগতের ঠাঁই নাই,রাজপথ ছাড়ি নাই,আনোয়ার-হীরা ভয় নাই রাজপথ ছাড়ি নাই,দাবি মোদের একটাই চাটমোহরে প্রার্থী চাই” সহ বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত করে তোলা হয় চাটমোহরকে। মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা। তারা দাবি করেন,বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন জনবিচ্ছিন্ন। তিনি এখানকার বহিরাগত। তার কোন জনপ্রিয়তা বা জনসম্পৃক্ততা নেই। তাকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৩ আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে।  

একই দাবিতে ভাঙ্গুড়াতেও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এরআগে বিক্ষোভ,সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলাতে। কেএস আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে জোটবদ্ধ এই আন্দোলনে শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করছেন। 

এদিকে কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়ন পাওয়ার পর থেকেই ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা,গণমিছিল,মতবিনিময় সভা ও গণমিছিল করছেন। স্থানীয় নেতৃবৃন্দকে তার সাথে থাকার আহবান জানিয়েছেন এই নেতা। 

আপনার জেলার সংবাদ পড়তে