আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ পিএম
আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। বক্তব্য দেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সহকারি শিক্ষিকা শ্রাবন্তী,স্কুলছাত্রী সামান্তা মিষ্টি ও স্কুলছাত্র আদিব হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদসহ অভিভাবকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে