বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:০২ পিএম
বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের মো. আলী আহমেদ (৬৫) এবং চর হোগলপাতিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৫০) - এই দুই ব্যক্তিকে ২৮ নভেম্বর সকালে নিজ নিজ বাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল আটক করে।

পরে তাদেরকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩ দিন করে কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে