কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ত্তুল গ্রামে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমান এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু। প্রধান বক্তা তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন। বিশেষ বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আকন্দ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছেদ বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান চাঁন মিয়া। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মস্তফা দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শেখ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ডা. মো. সেলিম মাহমুদ, ওয়ার্ড বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন বকুল, স্বেচ্ছাসেবক দলনেতা মো. আমজাদ হোসেন আঞ্জু প্রমূখ। বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় অন্যান্যের মাঝে ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তাজুল ইসলাম, মো. ইব্রাহিম ভূইয়া রমজান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তোফাজ্জল হোসেন, মো. মোন্তাজ উদ্দিন মুন্তু সহ তুমলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে