ধামইরহাটে জোড়া পেটের জমজ কন্যা শিশু প্রসব, আর্থিক সহায়তা চায় পরিবার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৮:২৮ পিএম
ধামইরহাটে জোড়া পেটের জমজ কন্যা শিশু প্রসব, আর্থিক সহায়তা চায় পরিবার

নওগাঁর ধামইরহাটে জোড়া পেটের জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। স্থানীয় প্রতিবেশীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্ম নেয়া এই জমজ শিশুদেরকে এক নজর দেখতে ছুটে যান শিশু দুটির কাছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলা পৌর সদরের ৩নং ওয়ার্ডের পল্লব মার্ডির স্ত্রী তৃষ্ণা বাস্কে প্রসব বেদনা উঠলে ২৮ নভেম্বর দুপুর ২ টায় পত্নীতলার নজিপুরে নিউ পপুলার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে নেয়। সেখানে সার্জারীর মাধ্যমে বুক ও পেট জোড়া লাগানো জমজ কন্যা শিশু দুটির জন্ম হয়। ক্লিনিক কর্তৃপক্ষ জানান, প্রসুতি মা ও জমজ শিশু দুটি সুস্থ্য আছে, তাদেরকে রাজশাহী মেডিকেলে শিশু বিষেশজ্ঞের নিকট নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।

তৃষ্ণা বাস্কের বাবা মোশেস বাস্কে মুঠোফোনে (০১৭৮৮-০১২১৭৫) জানান, ‘আমার মেয়ের গ্রামের বিয়ে হয়েছে, জামাই একজন বেকার শ্রমিক মানুষ, এই সন্তানের অপারেশন করা জামাই বা আমাদের দ্বারা কষ্টসাধ্য, তাই আমি সমাজের বিত্যবানদের নিকট আমার নাতনির অপারেশনের জন্য আর্থিক সহায়তা কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে