নোয়াখালী-২ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে সেনবাগে সমাবেশ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
নোয়াখালী-২ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে সেনবাগে সমাবেশ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশে করেছে  মনোনয়ন বঞ্চিত অপর দুই। এরা হলেন-বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান ও সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক এবং নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান।

শুক্রবার বিকালে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সেনবাগ পৌর শহরের থানার মোড়ে সেনবাগ-সোনাইমুড়ী প্রধান সড়কের উপর সেনবাগ পৌর বিএনপি'র আহবায়ক মো. মফিজুল ইসলাম ভিপি মফিজের সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা বিএনপি'র সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান এবং সেনবাগ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসানের যৌথ পরিচালনায় এ বিশাল ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐক্য সমাবেশে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীর উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় উপস্থিত নেতা কর্মীরা আলহাজ কাজী মফিজুর রহমান ও আব্দুল মান্নানের সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়খালী ২ সেনবাগ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন -আরেক মনোনয়ন বঞ্চিত সৌদি আরব বিএনপি'র পশ্চিমাঞ্চলীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল মান্নান।

প্রধান অতিথির ভাষনের আলহাজ্ব কাজী মফিজুর রহমান বলেন, নোয়াখালী-২ আসনে বিএনপি প্রাথমিক ভাবে ঘোষিত প্রার্থী আপনারা চান কিনা, এমন প্রশ্নের জবাবে উপস্থিত জনতা না না ধ্বনি দিতে থাকেন, তাহলে আপনারা কি চান, এমন আরেক প্রশ্নের জবাবে উপস্থিত জনতা পরিবর্তন, পরিবর্তন বলে শ্লোগান দিতে থাকেন। এ সময় কাজী মফিজুর রহমান প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় বিএনপি'র নেতাকর্মীদের উদ্দেশ্যে কাজী মফিজুর রহমান বলেন- প্রার্থী পরিবর্তনের জন্য প্রত্যেক ঘরে ঘরে তীব্র আন্দোলন গড়ে তুলুন। প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে উচ্চারণ করেন।

এ সময় সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়রম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সেনবাগ উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপি'র সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ পৌর বিএনপি'র সাবেক সদস্য সচিব ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, সেনবাগ উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক গোলাম হোসেন খন্দকার, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ভিপি ওমর, যগ্ম আহবায়ক মির্জা সোলেমান, যুগ্ম-আবায়ক মোয়াজ্জেম হোসেন সেলিম, ডমুরুয়া বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে