ডাঃ জাহিদ হোসেন

শহীদ জিয়ার দল সব সময় জনগনের পাশে থাকে

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০২:৫৯ পিএম
শহীদ জিয়ার দল সব সময় জনগনের পাশে থাকে

দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমােেনর নির্দেশে উপজেলা বি,এন,পি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজে উপজেরা ও পৌরসভাএলাকার ২৩৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরন করেন বি,এন,পিন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ,জেড,এম, জাহিদ হোসেন। রোববার বিকেলে ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার মাদ্রাসা,এতিমখানা,মন্দির,গীর্জা ও প্যাগোডার প্রধানদের হাতে শীতবস্ত্রতুলে দেওয়া হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ জাহিদ হোসেন বলেন শহীদ জিয়ার দল সব সময় জনসাধারনের পাশে থাকে,এখনও আছে আগামীতেও  থাকবে। বিতরন অনুষ্ঠানে উপষি্থত ছিলেন ঘোড়াঘাট উপজেলা  বি,এন,পির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী, জেলা বি,এন,রি সহ সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ নেতা কর্মীগন।

আপনার জেলার সংবাদ পড়তে