কুমিল্লায় নগদ টাকা ও অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
কুমিল্লায় নগদ টাকা ও অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ বিএনপি নেতা মোঃ মান্নান ভূইয়া (৫৮)কে  গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর পশ্চিমপাড়ায় এ অভিযান চালানো হয়। আটককৃত মান্নান জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক।  শনিবার দুপুরে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির বাসার বহিঃ বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান সদৃশ্য ১টি,সিসা কার্তুজ ৫টি, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে বিএনপি নেতা মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন জানায়,আমাদের গ্রামের আওয়ামী লীগের লোকদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে, তারই জেরে পরিকল্পিতভাবে আমার বাসার বাহিরে বাথরুমের ছাদে এইগুলো দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মান্নান ভূইয়াকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে