পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি মুদি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে।শুক্রবার(২৮নভেম্বর) রাত ১১টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন হেঙ্গুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিলন প্রামানিকের দোকানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবী করেন।
দোকান মালিক মিলন প্রামানিক জানান,প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার আধাঘন্টা পর রাত ১১টার দিকে দোকানে আগুন দেখে প্রতিবেশিরা খবর দেন।সাঁথিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দোকানের সব পুড়ে ভস্মিভূত হয়ে যায়।ফ্রিজের সংযোগ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে বলে দোকান মালিক মিলন জানান।আগুনে মুদিখানা দোকানের ফ্রিজ,সার,তেল,গম,চাল,টেলিভিশন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ টাকাসহ আগুনে পুড়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
দোকান মালিক মিলন প্রামানিক বলেন, আগুনে আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব পুঁজি হারিয়ে আমি নিঃশ্ব হয়ে গেলাম।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)দাসুদেব সরকার জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।