খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ উদ্বোধন

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ পিএম
খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ উদ্বোধন

তিন দিন ব্যাপী খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হর্লরমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিম'র সভা প্রধান ছিলেন।

ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা চলেব ১ ডিসেম্বর পর্যন্ত।

এসময় অতিথিরা বলেন, দ্রুত বদলে যাওয়া ডিজিটাল বিশ্বে সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন জরুরি। মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকরা যাতে যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে, সেজন্যই এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। যুক্তিনির্ভর সাংবাদিকতায় অগ্রগতি আনতে পিআইবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনা করছে বলেও তারা উল্লেখ করেন। এসময় মোবাইল সাংবাদিকতার বিভিন্ন নিয়ম তুলে ধরেন প্রশিক্ষকরা

কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকদের ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরি তৈরি, তথ্য যাচাইসহ আধুনিক সাংবাদিকতার নানা দিক প্রশিক্ষণ দেবেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন। আগামী সোমবার সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ প্রশিক্ষণ কর্মশালা।

আপনার জেলার সংবাদ পড়তে