ক্ষেতলালে রাতের আঁধারে আলুর গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৫ পিএম
ক্ষেতলালে রাতের আঁধারে আলুর গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আঁধারে  ধারালো অস্ত্র দিয়ে ৫০ শতক জমির  অধিকাংশ অপরিপক্ষ আলুর গাছ কেটে দিয়েছে  দুর্বৃত্তরা। গত ( ৪জানুয়ারি) শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বড়তারা ইউনিয়ন বাঁশথুপি  গ্রামের কৃষক আব্দুর রহিমের আলুর জমিতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে সরেজমিনে ওই আলু ক্ষেতে গিয়ে দেখা যায়, কেটে ফেলা আলুর গাছগুলি জমিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সকালে কৃষক আঃ রহিম  জমি দেখতে গিয়ে আলুর গাছ কাটা দেখে হাতে নিয়ে হাউমাউ করে কাঁদছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে  উৎসুক জনতা আলুর জমি দেখতে ভিড় করেন। তারা এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্থানীয়রা জানান, আঃ রহিম একজন শিক্ষিত বেকার ছেলে নিজের জমিতে চাষাবাদ  করে জীবিকা নির্বাহ করে। এ মৌসুমে  ৫০ শতক জমিতে আলু চাষ করেছে। কোন বিরোধী পক্ষ  ধাড়ালো অস্ত্রদিয়ে তার এ সবর্নাশ করেছে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা । এ সময় স্থানীয় কৃষক লিটন বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে ফসলের সঙ্গে শত্রুতা দেখাতে হবে। যারাই এই ঘটনা ঘটিয়েছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারীকে  নির্দেশ দিয়েছি এঘটনায় কৃষক আঃ রহিমের  আর্থিক ক্ষতির পরিমানসহ একটা প্রতিবেদন দাখিল করতে বলেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW