টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ জনের মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৪১ এএম
টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে পাঁচ দিনব্যাপী চলমান জোড় ইজতেমার তৃতীয় দিনে আরো ২ মুসল্লির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ইজতেমায় মোট পাঁচজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

রোববার (৩০ নভেম্বর) আয়োজক কমিটি এই তথ্য জানায়।

মৃতরা হলেন- সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনউদ্দিন (১০০)।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবুল আসাদ বাদল শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে মেডিক্যালে মারা যান। মইনইউদ্দিন আজ ভোররাতে টঙ্গী ইজতেমা ময়দানেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।”

উল্লেখ্য, টঙ্গীর ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে জোড় ইজতেমা শুরু হয়েছে। ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আগামী বছর জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

আপনার জেলার সংবাদ পড়তে