বরিশাল বিভাগে একযোগে ২১ নতুন ইউএনও পদায়ন : আজ যোগদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১২:২১ পিএম
বরিশাল বিভাগে একযোগে ২১ নতুন ইউএনও পদায়ন : আজ যোগদান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১ উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত ২৬ নভেম্বর পদায়ন করা ইউএনওদের নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একইসাথে ইউনও পদে দায়িত্ব পালনকারীদের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্নস্থানে বদলী করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করা হয়েছে। বর্তমানে যাদের ইউএনও পদে পদায়ন করা হয়েছে তারা আগামী সংসদ নির্বাচনে সহকারী রিটার্ণিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন।

সূত্রমতে, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মানজুরা মোশারফকে বরিশাল সদরের ইউএনও, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গোলাম সরওয়ারকে মুলাদীর ইউএনও, দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনকে কাউখালী, নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে আমতলী, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আসাদুজ্জামানকে বেতাগী, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলামকে তালতলী, রংপুর বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সিফাত বিন সাদেককে বরগুনা সদরে, ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবু মুছাকে মনপুরা, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ খায়রুল ইসলাম চোধুরীকে দৌলতখান, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল ইসলামকে তজুমদ্দিন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার লোকমান হোসেনকে চরফ্যাশন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মনকে বোরহানউদ্দিন, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রওজাতান জান্নাতকে পটুয়াখালী সদর, বগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মালিহা খানমকে মির্জাগঞ্জ, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের সহকারী প্রকল্প পরিচালক নাহিদ ভূঞাকে রাঙ্গাবালী, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফরিদা সুলতানাকে দুমকি, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার সালেহ আহমেদকে বাউফল, রাজুক এর উপ পরিচালক সাইফুল ইসলামকে দশমিনা, নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সেগুপ্তা মেহনাজকে ঝালকাঠি সদর, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব জোবায়ের হাবিবকে নলছিটি এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মকবুল হোসেনকে কাঠালিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে