কয়রায় মানুষকে সচেতন করার লক্ষ্য পানি, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক ছবি নাটক মঞ্চস্থ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় দেউলিয়া বাজার সংলগ্ন মাঠে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ডরপের আয়োজনে, চ্যারিটি ওয়াটারের অর্থায়নে এই ছবি নাটক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ডরপের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ মশিউর রহমান, রাজিয়া সুলতানা, বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী স্বপ্না মন্ডল প্রমুখ। শত শত মানুষ নাটকটি উপভোগ করেন।