কনকনে শীতকে উপেক্ষা করে উৎসব-মুখর পরিবেশে দিনাজপুরের ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ বাজারে পাঁচমাথা মোড়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে একটানা ভোটগ্রহণ অনু্ষ্িঠত হয়।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মো. মাহফুজার রহমান মাহফুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. বাবলু মিয়া রিক্সা প্রতীকে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. নূরুল নবী বুদা ফুটবল প্রতীক ভোট পায় ৬ টি, সাংগঠনিক সম্পাদক পদে মো.জাহিদুল ইসলাম মাছ প্রতীকে ১৩৪ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী খলিল মিয়া দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পায় ২৩টি।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এম এ গাফফার প্রধান, প্রধান নির্বাচন কমিশনার মনোরঞ্জন মহন্ত,সহকারী নির্বাচন কমিশনার সুমন মিয়া।