বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া মাহফিল

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৩৪ পিএম
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া মাহফিল

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে