রাজারহাটে চলতি আমন ধান ও চাল সংগ্রহের অভিযান উদ্বোধন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৪৫ পিএম
রাজারহাটে চলতি আমন ধান ও চাল সংগ্রহের অভিযান উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্থানীয় আভ্যন্তরীণ(চলতি) ২০২৫-২৬ইং এর আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা খাদ্য বিভাগের  আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম।

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, ওসিএলএসডি  হুমায়ুন কবির,  প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,  মিলার- ইকবাল হোসেন রাজু ও রবিউল আলম বাদশা বকসী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে রাজারহাট উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ১১৫ মেট্রিক টন ধান ও ৭৭১ মেট্রিক টন চাল মিলের মালিকের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে নীতিমালা মোতাবেক ক্রয় করা হবে। এবার এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা এবং চাউলের মূল্য প্রতি কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে