তাহেরপুরে আধুনিক ডাম্পিং স্টেশন; বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী
| আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:৪২ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:৪২ পিএম
তাহেরপুরে আধুনিক ডাম্পিং স্টেশন; বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ
রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটের শতবর্ষী বর্জ্য ব্যবস্থাপনা সংকট সমাধানে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। বৃটিশ আমল থেকে পুঠিয়া, দুর্গাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষিপণ্য বেচাকেনার কেন্দ্র ছিল এ হাট। কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে হাটের আবর্জনা ফেলা হতো পাশের রাণী নদীতে। এতে নদী ভরাট, দুর্গন্ধ, পরিবেশদূষণসহ পৌরবাসী ও বাজারে আগত মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে তাহেরপুর পৌরসভার প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বর্জ্য ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেন। পৌরসভার অদূরে জামগ্রাম ও নূরপুর এলাকার এক একর ৯৮ শতাংশ খাসজমিতে একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ বর্তমানে দ্রুতগতিতে চলমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (এডিপি) ২৪ লাখ ৩৪ হাজার ২২১ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ডিসেম্বরে কাজ শেষের আশা। ডাম্পিং স্টেশনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তাহেরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান বলেন, কাজটি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করছি। জনস্বাস্থ্যের সুরক্ষা ও পৌরসভার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশংসা: তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলিম বাবু বলেন, বর্তমান প্রশাসকের উদ্যোগে একদিকে যেমন পাবলিক লাইব্রেরি স্থাপিত হয়েছে, তেমনি ডাম্পিং স্টেশন নির্মাণও সত্যিই অভাবনীয় পরিবর্তন। বর্জ্যগুলো জৈব সারে রূপান্তরিত হয়ে কৃষকরাও উপকৃত হবেন। তাহেরপুর পৌর জামায়াতের আমির শহীদুজ্জামান মীর বলেন, ব্রিটিশ আমল থেকে জনপ্রিয়তা ধরে রাখা এই হাটের উন্নয়নে প্রশাসনের এমন কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। জনস্বার্থে বড় পরিবর্তনের ইঙ্গিত: উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তাহেরপুর পৌর প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, একটি নগরায়নের অন্যতম প্রধান কাজ হলো পানির সুব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা। সেই লক্ষ্যেই ডাম্পিং স্টেশন নির্মাণ করা হচ্ছে। এতে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সারে পরিণত করা হবে, যা কৃষকদের জন্য হবে অতিরিক্ত সুবিধা।” স্থানীয়দের মতে, ডাম্পিং স্টেশন নির্মাণ শেষ হলে নদী ভরাট বন্ধ হবে, পরিবেশ হবে পরিচ্ছন্ন, এবং পৌর এলাকার সামগ্রিক উন্নয়নে যুক্ত হবে নতুন মাত্রা।
আপনার জেলার সংবাদ পড়তে