পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী এনসিপি পাবনা জেলা শাখার যুগ্ম আহবায়ক খন্দকার আক্তার হোোসেন লেবুর নির্বাচনী মতবিনিময় সভঅ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৯ নভেম্বর) বিকেলে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা ও দোয়ার আয়োজন করা হয়। খন্দকার আক্তার হোসেন লেবু তার সংক্ষিপ্ত বক্তুতায় বলেন,তিনি পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন,তিনি মনেনয়ন পাবেন। নির্বাচনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এসময় এনসিপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।