আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।
আজ রবিবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর হাই স্কুল মাঠ থেকে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কসহ উপজেলা সদর প্রদক্ষিণ করে গণ মিছিলটি নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মার্কেট প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।
সমাবেশে তিনি বলেন,“দেশবাসী একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সুন্দর নির্বাচন প্রত্যাশা করে। জামায়াতে ইসলামী দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ, সুন্দর সরকার এবং কার্যকর নির্বাচনী প্রক্রিয়া উপহার দিতে চায়।”জামায়াত আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এলাকায় টেন্ডারবাজ,ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতিসহ মাদক নিমূর্ল করা হবে।
সেসময় তিনি সকলকে জামায়াত ইসলাম অথ্যাৎ দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। গণমিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম,সাবেক আমির সায়েদ আলী, যুব বিভাগের সভাপতি ক্বারী লুৎফর রহমান রমজান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি জাহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।