নওগাঁর ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে ১১ টা পযন্ত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণদের এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করেন আইএইচটির শিক্ষার্থীরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কর্মবিরতিতে অংশ নেন ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট নজরুল ইসলাম, নুর ইসলাম, রশিদুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, ডেন্টাল বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আবু ওয়াহেদ উজ্জল, রেডিওগ্রাফি’র মেডিকেল টেকনোলজিস্ট মো. আহসান, মো. শহিদুল্লাহ, ফার্মাসিস্ট উমর ফারুক, মোস্তফা কামাল, আদোরি খাতুনসহ ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিস্ট’র শিক্ষার্থীবৃন্দ। অংশগ্রহনকারিরা দ্রুত তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং দাবী না মানলে ৪ ডিসেম্বর থেকে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি উচ্চারণ করেন।