শেরপুরে পুলিশ সুপার কামরুল ইসলামের দায়িত্ব গ্রহণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৯ পিএম
শেরপুরে পুলিশ সুপার কামরুল ইসলামের দায়িত্ব গ্রহণ

শেরপুরে দায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম।  রোববার সকালে তিনি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সঙ্গে বিশেষ মতবিনিময় করেন। এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেরপুরে যোগদানের আগে তিনি রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।