পিরোজপুর শহরে ডাকাতি সংঘটিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম
পিরোজপুর শহরে ডাকাতি সংঘটিত

পিরোজপুর জেলা শহরে সোমবার ভোররাতে একটি বাড়ীর দুটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি  হয়েছে। ৫ থেকে ৭ জনের ডাকাত দল শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য শুধাংশু শেখর হালদারের বাড়ীর গ্রীল কেটে ভিতরে ঢুকে বাড়ীর দু’ভাড়াটিয়ার বাসায় ডাকাতি করে ২৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।  

ওই বাড়ীর নিচতলার ভাড়াটিয়া অ্যাডভোকেট স্বপন কুমার সোম জানান, ডাকাতরা সোমবার ভোররাতে রান্নাঘরের গ্রিল কেটে বাসার মধ্যে ঢুকে তাকে ও তার স্ত্রী স্কুল শিক্ষক বাসনা রানীকে অস্ত্রের মুখে হাত-পা, চোখ ও মুখ বেঁধে আলমিরা ভেঙে ১১ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। ডাকাতরা বাড়ীর দোতলার ভাড়াটিয়া সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর ঘরের দরজা ভেঙে তার বাড়ীতেও ডাকাতি করে। ওই সময় তিনি ও তার পরিবাারের কেউ বাসায় ছিলেন না বলে  অ্যাড. স্বপন জানান। ডাকাতি করে যাওয়ার সময় ডাকাতরা বাড়ীর লোকজনকে ডাক চিৎকার না করতে শাসিয়ে যায় বলে তিনি জানান। 

সাংবাদিক গৌতম চৌধুরীর মুঠো ফোনে জানান তার ঘরেও ডাকাতি করে। তিনি চিকিৎসার জন্য বরিশালে অবস্থান করায় নিশ্চিত করে বলতে পারেননি ডাকাতরা তার ঘর থেকে কি মালামাল নিয়ে গেছেন। 

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, পিরোজপুরের পালপাড়া এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে