ভোটার নন তারেক রহমান, ভোটার ও প্রার্থী হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
ভোটার নন তারেক রহমান, ভোটার ও প্রার্থী হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন, এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসব তথ্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কেবল তাঁরাই আগামীর নির্বাচনে ভোট দিতে পারবেন। তারেক রহমানের নাম সেই তালিকায় নেই। সচিব বলেন, আবেদন সাপেক্ষে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যে কেউ ভোটার হতে পারে। আইন কমিশনকে এই ক্ষমতা দিয়েছে। তাঁর ভাষায়, এটা শুধু তারেক রহমানের বিষয় নয়, ভোটার তালিকা আইন অনুযায়ী কমিশন চাইলে যে কাউকে নিবন্ধন করার সুযোগ দিতে পারে।

২০০৮ সালে বিদেশে যাওয়ার পর আর দেশে না থাকায় তারেক রহমান ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। তাঁর স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে নিবন্ধিত হলেও তিনি নিজে এখনও বাইরে থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। রাজনৈতিক অস্থিরতার সময় এ পরিবারটির ওপর ব্যাপক নজরদারি থাকায় ভোটার হতে না পারার পেছনে দীর্ঘ অনুপস্থিতিকেই কারণ দেখাচ্ছে সংশ্লিষ্টরা।

ইসি সচিব আরও জানান, ভোটের আগে জাতীয় পরিচয়পত্রে ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স, ঠিকানা ও ছবিসহ সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না। তবে নতুন নিবন্ধন প্রক্রিয়া চালু আছে। এদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ইসির হিসাব অনুযায়ী এবার পৌনে ১৩ কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে এবং তালিকা মুদ্রণের কাজ চলছে।

এদিন ভিন্ন একটি প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকেই অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর দাবি, কমিশন খুব শিগগির তফসিল ঘোষণা করবে এবং নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নিয়োগ স্বচ্ছতার মধ্যেই চলছে। তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং মাঠপর্যায়ে প্রচারণা শুরু হয়ে গেছে। একই সঙ্গে গণভোটের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

তিনি সমালোচনা করে বলেন, যেসব বক্তব্যে নির্বাচন অনিশ্চিত বলে দাবি করা হচ্ছে, সেগুলোর অনেকটাই তথ্যভিত্তিক নয়। তাঁর মতে, জুলাই চার্টার গ্রহণের পর রাজনৈতিক বিন্যাসে বড় পরিবর্তন এসেছে এবং এবার নির্বাচনে সহিংসতা কমাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের রাজনীতিতে তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্র। ইসি সচিবের সাম্প্রতিক মন্তব্যে তাঁর ফেরার সম্ভাবনা ও রাজনৈতিক সক্রিয়তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর তফসিল ঘোষণার দিকে এবং কমিশন আসলে কী সিদ্ধান্ত নেয়, সেদিকে দৃষ্টি রাখছে রাজনৈতিক অঙ্গন।

আপনার জেলার সংবাদ পড়তে