চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের যেকোনো মাসের তুলনায় সদ্যবিদায়ী নভেম্বরেই দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার, যা রেমিট্যান্স প্রবাহে নতুন উদ্দীপনা এনে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোট রেমিট্যান্সের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, যা ছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলো থেকেও এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
নভেম্বর মাসের প্রতিটি সপ্তাহেই রেমিট্যান্স প্রবাহ ছিল দৃশ্যমান। ২৩ থেকে ৩০ নভেম্বর সময়ে এসেছে ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার। এর আগের সপ্তাহে ১৬ থেকে ২২ নভেম্বর দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর সময়ে এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ২ থেকে ৮ নভেম্বর সময়ে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগের কয়েক মাসেও রেমিট্যান্সে ছিল কিছুটা ঊর্ধ্বগতি। অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে নভেম্বরের প্রবাহ সাম্প্রতিক মাসগুলোর তুলনায় দৃশ্যত বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪–২০২৫ অর্থবছর দেশে এসেছে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। নতুন অর্থবছরের প্রথম পাঁচ মাসে ধারাবাহিক প্রবাহ বৃদ্ধি দেখে নীতিনির্ধারকেরা মনে করছেন, প্রবাসী আয় প্রাথমিক অর্থনীতির স্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।