ভাঙ্গুড়ায় বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০৫:১৭ পিএম
ভাঙ্গুড়ায় বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাবনার ভাঙ্গুড়ায় ৪৬ তম বিজ্ঞান মেলা, ৯ ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী,উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, যুব উন্নয়ন অফিসার শামীম হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ১২ জানুয়ারি ৯ ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে