বিদেশ ফেরত কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষকর্মী তৈরী করতে হবে: রফিকুল

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ পিএম
বিদেশ ফেরত কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষকর্মী তৈরী করতে হবে: রফিকুল

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন ট্রেডে আয়বর্ধনমূলক স্বল্প মেয়াদী বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরীর উদ্যোগ নিতে হবে। 

আজ সোমবার (১ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৫দিন ব্যাপী বিদেশ ফেরত ২০জনকে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে 

প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ রুমে জেলা দিনাজপুরের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় ১৫দিন ব্যাপী বিদেশ ফেরত ২০ জনকে পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপরোক্ত কথা বলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম প্রমুখ।

১৫দিন ব্যাপী ২০ জন বিদেশ হতে ফেরত আসা কর্মীদের মাঝে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, বিদেশ ফেরত কর্মীদের মধ্য থেকে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে আয় বর্ধনমূলক স্বল্প মেয়াদী বিশেষ করে পশু পালন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরী করতে পারলে দেশের উন্নয়ন ঘটবে।

আপনার জেলার সংবাদ পড়তে